Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগর (যশোর) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৭:১০ পিএম


অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে অগ্নিকাণ্ড প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী, ভবন মালিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর-৪ আসনের সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু।

এ সময় বক্তব্য দেন, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহ্ জালাল হোসেন, ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের প্রতিনিধি, হোটেল মালিক সমিতির প্রতিনিধি সেলিম হোসেন প্রমুখ।

সভায় প্রতিটি ইউনিয়নে অগ্নিকাণ্ড প্রতিরোধে ফায়ার সার্ভিসের মহড়া ও সচেতনতামূলক সভা করার ঘোষণা দেওয়া হয়। এছাড়া দ্রুত সময়ের মধ্যে উপজেলা বিভিন্ন বাজারে যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি বন্ধ করা, ফায়ার লাইসেন্স করে এসব পণ্য বিক্রি করার বিষয়সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।

ইএইচ

Link copied!