Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৭:৫৯ পিএম


খাগড়াছড়িতে পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

খাগড়াছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ি জেলা পুলিশ সদস্যদের জন্য কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।

কোরআন শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আমাদের পুলিশ সদস্যরা পবিত্র মাহে রমজানে যাতে ধর্মীয় পরিবেশে কোরআন শিখতে পারেন সেজন্যেই এ আয়োজন করেছি। আশা করি কোরআনের আসরে আমাদের পুলিশ সদস্যরা নিয়মিত আসবে। পুলিশ সদস্যরা কর্মের ফাঁকে এ কোরআন শিক্ষার আসরে বসলে খুব দ্রুতই তারা কোরআন পড়তে পারবেন। সবাই আন্তরিক থাকলে সফলভাবে পবিত্র মাহে রমজান ব্যাপী এ কার্যক্রম চলবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন পিপিএম, সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!