Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

হাজীগঞ্জে শিশুখাদ্যে কেমিক্যাল ব্যবহার, ১০ লাখ টাকা জরিমানা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৪, ০৯:২৮ পিএম


হাজীগঞ্জে শিশুখাদ্যে কেমিক্যাল ব্যবহার, ১০ লাখ টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জ শিশুখাদ্যে কেমিক্যাল ও বিষাক্ত কাপড়ের রঙ ব্যবহার করার দায়ে বাজারের স্বর্ণকার পট্টির তাহের স্টোরের মালিক মোহাম্মদ আনাসকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিশুদ্ধ খাদ্য আদালত।

বৃহস্পতিবার দুপুরে বিশুদ্ধ খাদ্য আদালত চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদ আলম অভিযুক্ত ব্যবসায়ী উপস্থিতিতে এ রায় দেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ নিয়মিত অভিযানে গিয়ে তাহের স্টোরের বিরুদ্ধে শিশু খাদ্য আইনে ২০২৩ সালের ২৩ নভেম্বর মামলাটি দায়ের করেন।

ওই সময় ওই দোকানে শিশুদের খাদ্যে কেমিক্যাল ব্যবহার, বিষাক্ত কাপড়ের রঙ, চকলেট, আইস ললিপপ, ক্যান্ডি চকলেট, লিচু, রঙ মেশানো কাপ আচার, খেলনাযুক্ত শিশু খাদ্য ও লজেন্স এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য পাওয়া যায়।

স্বাস্থ্য পরিদর্শক সামছুল আলম রমিজ জানিয়েছেন, ব্যবসায়ী আনিসকে অনুমোদনহীন কেমিক্যাল মিশ্রিত শিশুখাদ্য উপজেলার বাজারগুলোর বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি ও সরবরাহের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় মোট ১০ লাখ টাকা জরিমানা আদেশ দেয় আদালত।

ইএইচ

Link copied!