Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি আটক

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০২:৩৯ পিএম


এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়ি আটক

টাঙ্গাইলের কালিহাতীতে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্ট থেকে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৫০), রুবেল মিয়া (৩০), আসাদুজ্জামান (৪৪), ফজলু সরকার (৩৮), সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ (৫০), জুলহাস (৩৪), লোকমান মিয়া (৩৮), আলমগীর হোসেন (৫৭), হাবিবুর রহমান (৪৭), মো. সুজন মিয়া (২৪), মো. আব্দুল আলীম (৩৬), মনিরুল ইসলাম (৩৮), আনোয়ার হোসেন (৩৩)।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ হোসাইন জানান, দীর্ঘদিন যাবত সাবেক ইউপি সদস্য সুলতান মাহমুদ ও আসাদুজ্জামানের নেতৃত্বে এলেঙ্গা রিসোর্টে জুয়ার আসর চলছিল। বৃহস্পতিবার গোপান সংবাদের ভিত্তিতে এলেঙ্গা রিসোর্টের বীথিকা কটেজে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৪ জন জুয়াড়িকে আটক করা হয়।

এ সময় নগদ তিন লক্ষ ৩০ হাজার পাঁচশত বিশ টাকা, জুয়াড়িদের ব্যবহৃত ১৫টি মোবাইল সেটসহ জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!