নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৪, ০৪:০২ পিএম
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৪, ০৪:০২ পিএম
ময়মনসিংহের নান্দাইলে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষতি সাধিত হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নান্দাইল উপজেলা সদর পুরাতন বাজার স্বর্ণ পট্টিতে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হঠাৎই আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস খবর দেয়। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে অগ্নিকাণ্ডে বাজারের বীরেন্দ্র সাহার সিনজেনটা শোরুম, জুয়েলের ইলেকট্রনিক দোকান, তুহিনের ওষুধের দোকান, হেলাল উদ্দিনের গার্মেন্টসের ব্যবসা প্রতিষ্ঠান, এমদাদুলের কনফেকশনারি, সুমনের ফলের দোকান, আ. মতিন মীরের স্বর্ণের দোকান, মো. দবীরের স্বর্ণের দোকান, আ. মতিনের হোমিওপ্যাথিক দোকান, রফিকের সার কীটনাশক দোকান সম্পূর্ণ পুড়ে ছাই গেছে।
নান্দাইল ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম বলেন, বাজারের অগ্নিকাণ্ডে ১০ থেকে ১২টি দোকান পুড়ে গেছে। কীভাবে আগুন লাগল বা কি পরিমাণ ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ইএইচ