Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কিশোরগঞ্জে শহিদ কৃষক মকসু মিয়ার সমাধিতে শ্রদ্ধা

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ

মার্চ ১৫, ২০২৪, ০৫:১৮ পিএম


কিশোরগঞ্জে শহিদ কৃষক মকসু মিয়ার সমাধিতে শ্রদ্ধা
ছবি: আমার সংবাদ

কিশোরগঞ্জে কৃষক হত্যা দিবস পালন করেছে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৫ মার্চ) দুপুরে কৃষক হত্যা দিবস ২০২৪ উপলক্ষ্যে কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার অষ্টবর্গ গ্রামের ১৯৯৫ সালের জামাত-বিএনপি‍‍`র সরকারের সময় সার আনতে গিয়ে পুলিশের গুলিতে নিহত শহিদ কৃষক মকসু মিয়ার সমাধিতে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা কৃষক লীগের নেতাকর্মীরা। পরে শহিদ কৃষক মকসু মিয়ার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া হেভেন, সদর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মিসবাহ উদ্দিন রুহুল, তাড়াইল উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।

এআরএস

Link copied!