সাভার (ঢাকা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৪, ০৫:৫৯ পিএম
সাভার (ঢাকা) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৪, ০৫:৫৯ পিএম
সাভারে ঋণের চাপে আরজিনা বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আরজিনা বেগম পঞ্চগড় জেলার তেতুলিয়া থানা হাকিমপুর গ্রামের আব্দুল আজিজ মেয়ে। সে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার পল্টন মাতব্বরের মালিকানাধীন ভাড়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
আরজিনার বড় ভাই শাহজাহান জানান, আরজিনার স্বামী সুরুজ মিয়া দুই ব্যক্তির কাছ থেকে সুদে টাকা ধার নেন। অতিরিক্ত সুদের কারণ টাকা পরিশোধ করতে পারেনি সুরুজ। পরে সুদের টাকা দিতে না পারায় সোমবার বাড়ি থেকে পালিয়ে যায় তিনি।
সুরুজ মিয়া সুদের টাকা পরিশোধ না করে পালিয়ে যাওয়ার পর এক পাওনাদার আরজিনাকে গালিগালাজ করে। সেই ক্ষোভে রাতে ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন আরজিনা। পরে দরজা ভেঙে আরজিনার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর খবর দেওয়া হয়। পুলিশ এসে আরজিনার লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক(এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ইএইচ