Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মদন (নেত্রকোণা) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০৭:২০ পিএম


নেত্রকোণায় দুপক্ষের সংঘর্ষে নিহত ১

নেত্রকোণার মদনে দুপক্ষের সংঘর্ষে সজীব (১১) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় সুলেমান (২০), হেকিম (৪৫), হৃদয় (৩০), আশিক (৪০) নামে আরও চারজন আহত হয়েছে।

আহতদেরকে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার পশ্চিম ফতেপুর গ্রামে যাত্রাখালি খাল দখলকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত সজীবের দাদা ইব্রাহিম মুন্সী বলেন, গত বছর হিরণ (৬০) নামে একজনের কাছে আমাদের পারিবারিক যাত্রাকালী খালের ডুবা জমা দিয়েছিলাম। গত কার্তিক মাসে জমা নেওয়ার সময়সীমা শেষ হয়। কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার পরও তারা আমাদের মাছের ডোবা ডিজেল মেশিন লাগিয়ে জোরপূর্বক সেচে মাছ ধরা শুরু করে। তাদেরকে মাছ ধরায় বাধা দেওয়ার কারণে হিরনের লোকজন মিলে আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করলে আমার নাতি সজীব নিহত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ তিনজনকে আটক করে থানা হেফাজতে নিয়ে এসেছে। শিশুটির লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!