Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

টাঙ্গাইলে আগুনে পুড়লো গ্যারেজসহ ৪টি দোকান

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০৭:৪১ পিএম


টাঙ্গাইলে আগুনে পুড়লো গ্যারেজসহ ৪টি দোকান

টাঙ্গাইলের কালিহাতীতে অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসেও স্থানীয়রা জানায়, প্রথমে একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাতও হয় পরে পাশের আরও ৩টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই চারটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল গ্যারেজ, রেস্তোরাঁ, মোবাইল সার্ভিসিং এবং মিষ্টির দোকান পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে কালিহাতী থানার এসআই মোশারফ হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

ইএইচ

Link copied!