Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর দাফন সম্পন্ন

রামু (কক্সবাজার) প্রতিনিধি

রামু (কক্সবাজার) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০৮:২৪ পিএম


রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর দাফন সম্পন্ন

কক্সবাজারের রামু উপজেলার ধেছুয়া পালংয়ের বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার বেলা পৌনে ২টায় জানাজার আগে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধেছুয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর প্রতি রাষ্ট্রীর মর্যাদায় সালাম প্রদর্শন করা হয়। এরপর রামু থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

বীর মুক্তিযোদ্ধা ছৈয়দ উল্লাহর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি, রামু উপজেলা সহকারী কমিশনার ভূমি নিরুপম মজুমদার, রামু থানার ওসি আবু তাহের দেওয়ান, রামু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেয়ারম্যান নুরুল হক, ডেপুটি কমান্ডার রনধীর বড়ুয়া, রামু মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি আনছারুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক খালেদ হোসেন টাপু, যুগ্ম সাধারণ সম্পাদক এজাওয়াত উল্লাহ মহাব্বত, ঘাতক দালাল নির্মূল কমিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সোহাগ চৌধুরী।

জানাজা শেষে ধেছুয়া পালং কবরস্থানে তাকে দাফন করা হয়।

ইএইচ

Link copied!