Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৪, ০৮:৩২ পিএম


পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা

গাজীপুরের কালিয়াকৈরে পরকীয়া প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে উপজেলার রাখালিয়াচালা এলাকায় আরিফের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রাখালিয়া চালা গ্রামের তারা মিয়ার মেয়ে সালমা (৪০) এর সঙ্গে দীর্ঘদিন ধরে একই গ্রামের সামসুল মিয়ার ছেলে আরিফ মিয়া (৪৫) এর সঙ্গে পরকীয়া সর্স্পক ছিল। তারা দুজনই বিবাহিত। এরপরও পরকীয়ার সম্পর্কের জেরে গোপনে নোটারি পাবলিকের মাধ্যমে তারা বিবাহ করে।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে দেনদরবার করে কোন সমাধান না হওয়ায় রাগে প্রেমিকের তালাবদ্ধ টিনসেড বাসার একটি কক্ষের তালা ভেঙে ঘরের সিলিংয়ের আড়ার সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সালমা।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) ছাব্বির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইএইচ

Link copied!