Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আশুলিয়ায় ৬ মাদক কারবারি আটক

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৪, ০২:৩৯ পিএম


আশুলিয়ায় ৬ মাদক কারবারি আটক

সাভারের আশুলিয়ায় পৃথকস্থানে অভিযান চালিয়ে ৫৯১ বোতল ফেনসিডিল ও ৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে শুক্রবার বিকালে আশুলিয়ার ডেন্ডাবর ও শনিবার ভোর রাতে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- লালমনিরহাট জেলার বাসিন্দা জাবেদ আলী (৩৬), আরিফুল ইসলাম (২২), রিপন ইসলাম (৩৫), ফরহাদ হোসেন (৩৬) ও জাহাঙ্গীর আলম (২৭) এবং ঢাকা জেলার বাসিন্দা মো. রাজু (৩১)। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে বেশ কিছুদিন যাবৎ আসামিরা পরস্পর যোগসাজশে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!