Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৪, ০৩:৩৩ পিএম


মধুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাব বৃত্তি পরীক্ষা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধুপুরে আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের আয়োজনে শনিবার দুপুরে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার চতুর্থ তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসাইন।

প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক প্রফেসর ড. মো. তৈমুর রহমান।

এ সময় বক্তব্য দেন- মধুপুর আদর্শ ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মনিরুজ্জামান, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুন্নবী শিহাব, তারার মেলা কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আ. লতিফ, প্রিক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোজাফফর আলী আকন্দ প্রমুখ।

এ সময় আকাশি গ্রন্থাগার ও বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনিরুজ্জামান শহীদসহ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ টাকা বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!