Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঠাকুরগাঁওয়ে সার্কেল পুলিশের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন সহকারী পুলিশ সুপার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

মার্চ ১৬, ২০২৪, ০৮:১৫ পিএম


ঠাকুরগাঁওয়ে সার্কেল পুলিশের শ্রেষ্ঠ সম্মাননা পেলেন সহকারী পুলিশ সুপার

ঠাকুরগাঁওয়ে সার্কেল পুলিশের শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পুরস্কার পেয়েছেন সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল হক।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এ সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার রানীশংকৈল সার্কেল রেজাউল হকের হাতে।

জানা যায়, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার, (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রেজাউল হক বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং জোরদারসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও নিষ্পত্তি করায় ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ সার্কেলের বিশেষ সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার রাণীশংকৈল সার্কেল রেজাউল হক বলেন, আমি রাণীশংকৈল সহকারী সার্কেল পুলিশ সুপার হিসেবে যোগদানের ৬ মাস অতিবাহিত হয়েছে। যোগদানের পর এ সার্কেলের অধীনে রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী থানার বিভিন্ন হত্যা মামলাসহ বিভিন্ন মামলার মূল রহস্য খুঁজে বের করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি করতে পেরেছি এবং বিভিন্ন রকম ভাবে মানুষের সেবা দিয়ে যাচ্ছি, আগামীতেও দিব। এ সম্মাননা পুরস্কার আমাকে সামনে আরো অনুপ্রাণিত করবে আশা করছি।

ইএইচ

Link copied!