Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫,

চট্টগ্রামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে আগুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৪, ০৮:৪৮ পিএম


চট্টগ্রামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকে আগুন

চট্টগ্রামের নন্দনকানন রাইফেল ক্লাব ভবনের ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক (ইউসিবিএল) পিএলসিতে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জুবলি রোড এলাকার ওই ব্যাংকে আগুনের ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে নন্দনকানন ফায়ার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাইফেল ক্লাব সংলগ্ন মার্কেটে বেশ কিছু ইলেক্ট্রনিক পণ্যের দোকান আছে। আগুনের খবরে এ সময় মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসে কন্ট্রোল রুম অফিসার কফিল উদ্দিন বলেন, রাইফেল ক্লাব সংলগ্ন ইউসিবিএল ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের চারটি ইউনিট ছুটে গেছে। এখনো তারা কাজ করছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত হতাহতের খবর পাওয়া যায়নি।

আরএস

Link copied!