Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

নানা বাড়ি যাওয়া হলো না শিশু নুসরাতের

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০২:৫১ পিএম


নানা বাড়ি যাওয়া হলো না শিশু নুসরাতের

মাদারীপুরের রাজৈরে নানা বাড়ি যাওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় নুসরাত আক্তার নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। 

রোববার (১৭ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈরের টেকেরহাট এক নম্বর ব্রীজ ও পল্লীবিদ্যুৎ অফিসের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উপজেলার খালিয়া ইউনিয়নের বৌলগ্রামের বিগুল শেখের মেয়ে। সে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।

নিহত শিশুর খালু ইসরাফিল মোল্লা ও স্থানীয়রা জানায়, নুসরাতের মামা সাগরপথে লিবিয়া থেকে ইতালি যাওয়ার সময় কোস্টগার্ডের হাতে ধরা পড়েছে। এ খবর শুনে মা-বাবা ও খালা-খালুর সাথে রাজৈর উপজেলার মহিষমারি গ্রামে তার নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মহাসড়কের পাশে এসে দাঁড়ায় নুসরাত।

এসময় অটোভ্যানে উঠতে গেলে বেপরোয়া গতির অজ্ঞাতনামা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার আসাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচআর

Link copied!