Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাটে কৃষক-কৃষাণী সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৩:১৩ পিএম


ধামইরহাটে কৃষক-কৃষাণী সভা অনুষ্ঠিত

নওগাঁর ধামইরহাটে কৃষক পর্যায়ে ফার্মার্স ফিল্ড স্কুলে প্রথম ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে রবেন্দ্রভূমিতে আইওটি ও ডেটা সায়েন্সের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত মাটির ক্ষয় ও উর্বরতা হ্রাস প্রতিরোধ গবেষণা প্রকল্প (আই-সয়েল প্রজেক্ট) শীর্ষক প্রকল্পের কৃষক পর্যায়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সন্ধ্যায় উপজেলার তালঝারী কৃষি খামারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- পল্লী উন্নয়ন একাডেমি (আরবিএ) বগুড়ার পরিচালক এবং এই প্রকল্পের পরিচালক ড. শেখ মেহেদী মোহাম্মদ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এই প্রকল্পের কনসালটেন্ট ড. ইঞ্জিনিয়ার ফিজার আহমেদ।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন- পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার উপপরিচালক ও প্রকল্পের উপ প্রকল্প পরিচালক সুভাগত বাপ্পী, রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মাহবুব উর রহমান, কৃষক মো. শফিউদ্দীন, কৃষাণী শেফালি হেমরম, সুধারাণী শীল প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার ৪০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!