Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৫:০২ পিএম


রাজবাড়ীতে স্বামী-স্ত্রীসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

রাজবাড়ীর কালুখালী থানা পুলিশের অভিযানে গাঁজা নিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, কালুখালী থানার রতনদিয়া ইউনিয়নের রতনদিয়া গ্রামের মৃত সম্ভুনাথ বিশ্বাসের ছেলে একাধিক মাদক মামলার আসামি সুজিত বিশ্বাস (৫০), তার স্ত্রী বাসন্তী বিশ্বাস (৪৫) ও মহিমশাহী চাঁদপুর গ্রামের মৃত ফকির শেখের ছেলে ইয়াকুব আলী শেখ (৬০)।

শনিবার বিকেল সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কালুখালী থানার এসআই মো. শহিদুল্লাহ  সঙ্গীয় ফোর্সসহ কালুখালী সরকারি কলেজ সংলগ্ন আর্চ ব্রিজ (হাতিরঝিল) ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজা বিক্রির সময় সুজিত বিশ্বাস, বাসন্তী বিশ্বাস ও ইয়াকুব আলী শেখকে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

কালুখালী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন বলেন, এ ব্যাপারে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে রবিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এইচআর

Link copied!