Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মির্জাপুরে ড্রামট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৬:০৪ পিএম


মির্জাপুরে ড্রামট্রাকের চাপায় অটোরিকশা চালকসহ নিহত ২

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার রাত ১০টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা বাকালী পাড়ার সুশান্ত বাকালী (৩৫) ও অটোরিকশা চালক উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের উজ্জ্বল মিয়া (৩৫)।

আহত তিনজনের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৯টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই এলাকায় অজ্ঞাত একটি ড্রামট্রাক যাত্রী বোঝাই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় ৪ জন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশা চালকের মৃত্যু হয়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর আনিসুজ্জামান জানান, অজ্ঞাত ড্রামট্রাকের চাপায় ২ জন মৃত্যুবরণ করেছেন। আহত হয়েছেন ৩জন। ঘাতক ড্রামটাকটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!