Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চলে গেলেন নড়াইলের বিশিষ্ট শিক্ষানুরাগী দবির শেখ

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৭:২৯ পিএম


চলে গেলেন নড়াইলের বিশিষ্ট শিক্ষানুরাগী দবির শেখ

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার-মল্লিকপুর গ্রামের বিশিষ্ট ক্রীড়াবিদ ও শিক্ষানুরাগী দবির শেখ আর নাই।

শনিবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র এবং ২ কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬০ এবং ৭০ দশকে লোহাগড়ার ক্রীড়াঙ্গনে অতি পরিচিত মুখ ছিলেন দবির শেখ। তিনি ভাসানী (ন্যাপ) রাজনীতির সাথে জড়িত ছিলেন।

রোববার সকাল সাড়ে ৯টায় মরহুমের প্রথম নামাজে জানাজা লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং মরহুমের দ্বিতীয় দফা জানাজা সকাল সাড়ে ১০টায় তার নিজ গ্রাম পার-মল্লিকপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বর্ষীয়ান ক্রীড়াবিদ দবির শেখের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন লোহাগড়ার বিভিন্ন মহল।

ইএইচ

Link copied!