Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ফতুল্লায় অটোচালকের লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেপ্তার

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জ প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৪, ০৭:৪৮ পিএম


ফতুল্লায় অটোচালকের লাশ উদ্ধারের ঘটনায় আসামি গ্রেপ্তার

ফতুল্লায় নিখোঁজের দুই দিন পর পানি থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলার প্রধান আসামী বুলবুল শেখ রাকিব (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

রবিবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর পাশা বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ বিষয়ে র‍্যাব জানায় আসামী রাকিব ও পারভেজ দুজনেই ফতুল্লা এ্যাডিশন অব ফ্যাশন কারখানায় চাকুরি করতো। গত ১২ মার্চ কোম্পানিতে চুরির দায়ে তাদের দুজনের চাকুরি চলে যায়। পরে তারা পরিকল্পনা অনুযায়ী অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে একই এলাকার পরিচিত অটোচালক রাজুকে ভাড়া করে ফতুল্লা এলাকার বিভিন্ন স্হানে ঘুরা ফেরা করে। 

অবশেষে রাত ১২ টার দিকে পিলকুনি বড় কবরস্থানের কাছে এনে আসামি বুলবুল তার কোমরের বেল্ট খুলে অটোচালক রাজুর গলায় পেচিয়ে ও অপর আসামি পারভেজ মাটিতে ফেলে পা দিয়ে গলা চেপে মৃত্যু নিশ্চিত করে। এ সময় তারা লাশ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে চলে যায়। পরে তারা গাড়ির রং পরিবর্তন করে সানাউল্লাহ নামে এক লোকের কাছে ২৮ হাজার টাকায় গাড়িটি বিক্রি করে। গাড়ি বিক্রির টাকা বুলবুল ও পারভেজ দুজনেই ভাগ করে নিয়ে যায়। 

আরএস
 

Link copied!