Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক আটক

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০১:৫৭ পিএম


নেশা জাতীয় ইনজেকশনসহ যুবক আটক

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ ইয়াসিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার দিনগত রাতে উপজেলার কাজী সুপারমার্কেটের পিছনের পরিত্যক্ত ঘর থেকে ইয়াসিনকে ইনজেকশনসহ আটক করা হয়। সে একই উপজেলার বিশকাকুনি গ্রামের আব্দুল গফুর’র ছেলে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম আমার সংবাদকে রাতে এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াসিন কৃষিপণ্য সামগ্রী বিক্রির দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত কৌশলের সাথে মাদক বিক্রি করে আসছিলো।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ’র নির্দেশনায় বিশকাকুনি গ্রামে ইয়াসিনের কৃষিপণ্য দোকানে অভিযান পরিচালনা করে নেশা জাতীয় একশত পিস ইনজেকশনসহ তাকে গ্রেফতার করে পূর্বধলা থানা পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে সকালে আদালতে প্রেরণ করা হয়।

এইচআর

Link copied!