Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০৩:২০ পিএম


দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

পিরোজপুর-পাড়েরহাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে পিরোজপুর-পাড়েরহাট সড়কের মল্লিকবাড়ি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূর্ব মাটিভাঙ্গা মোন্তাজিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মাসুম বিল্লাহ, হাসিব (২৬) ও নুরু মিয়া (৬০)।

প্রত্যক্ষদর্শী মো. তোতা মিয়া জানান, সকাল ৯টার দিকে হাসিব ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের আরিফ (৩০) নামের এক যুবককে নিয়ে মোটরসাইকেলযোগে পিরোজপুর থেকে পাড়েরহাটের দিকে যাচ্ছিল। একই সময় চরখালি থেকে পিরোজপুরের দিকে যাচ্ছিলেন মাদরাসাশিক্ষক মাসুম বিল্লাহ। সে সময় রাস্তা পার হচ্ছিল সদর উপজেলার বাদুরা গ্রামের নুরু মিয়া (৬০), নুরু মিয়াকে বাঁচাতে গিয়ে দুটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মাসুম বিল্লাহ এবং হাসিব।

গুরুতর আহত নুরু মিয়াকে খুলনা মেডিকেলে প্রেরণের সময় তারও মৃত্যু হয়।

ইএইচ

Link copied!