Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০৭:৫২ পিএম


ঝিনাইদহে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ঝিনাইদহের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের।

এ সময় মূল্য তালিকা না থাকা, রঙিন চিপস বিক্রি করা, উৎপাদিত মুড়ির বাজারতাজরণের সময় মেয়াদ না দেওয়ার অপরাধে শহরের নতুন হাটখোলা, তহ বাজার ও এইচএসএস সড়কের ৩টি প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!