Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ১৮, ২০২৪, ০৮:৪১ পিএম


ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত কামিনী কুমার ত্রিপুরাকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আদালতে ১৪৪ ধারায় হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন কামিনী কুমার ত্রিপুরা। কামিনী কুমার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত ফাল্গুন চন্দ্র ত্রিপুরার ছেলে এবং স্থানীয় এলাকার কারবারি।

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) জানান, বিচার সালিশকে কেন্দ্র করে স্থানীয় কারবারি কামিনী কুমার ত্রিপুরার সঙ্গে হৃদয় ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির বাকবিতণ্ডা হয়। পরে পাহাড়ের ওপরে নিয়ে গাছের ডাল দিয়ে পিটিয়ে হৃদয়কে হত্যা করে মরদেহ পলিথিন দিয়ে মুড়িয়ে ফেলে রাখেন কামিনী কুমার।

এ ঘটনায় কামিনী কুমারের সঙ্গে আরও আসামি জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দিন, মাটিরাঙ্গা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ, খাগড়াছড়ির পুলিশ সুপার কার্যালয়ের (ডিআই-১) মো. আনোয়ার হোসেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধরসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!