Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাজাপ্রাপ্ত সিমুল ডাকাতকে ঢাকা থেকে গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০১:৫৩ পিএম


সাজাপ্রাপ্ত সিমুল ডাকাতকে ঢাকা থেকে গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীর সিমুল ডাকাতকে ঢাকা জেলার ধামাই থানার সিমা সিনেমা হলের পিছন থেকে গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। সে বোয়ালমারী উপজেলার মুরাইল গ্রামের বাসিন্দা। 

তার নামে ফরিদপুর কোতয়ালি থানায়২০২২ সালের একটি ডাকাতি মামলায় ২ বছরের সাজা রয়েছে। মামলা নম্বর ২০। এ ছাড়া বোয়ালমারী থানার ২০২০ সালের, বোয়ালমারী থানার ২০২১ সালের, ফরিদপুর কোতয়ালি থানার ২০২১ সালের, কোতয়ালি থানার ২০২০ সালের, মধুখালী থানার ২০২২ সালের মোট আরো ৫টি জিআর মামলায় ওয়ারেন্ট রয়েছে।

এসআই মামুন ইসলাম জানান, সিমুল ডাকাতের নামে বিভিন্ন থানায় মোট জিআর ৬টি ডাকাতি মামলায় ওয়ারেন্ট রয়েছে। ৬টির মধ্যে একটি মামলায় দুই বছরের সাজা রয়েছে। 

সে দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত ৩ টার দিকে আমি আরো দুই অফিসার সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ঢাকা জেলার ধামাই থানার সিমা সিনেমা হলের পিছ থেকে গ্রেপ্তার করেছি।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, ডাকাত সিমুল মোল্যাকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ঢাকা জেলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এইচআর

Link copied!