Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৪:২৬ পিএম


রাজবাড়ীতে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু: ২ চিকিৎসকের বিরুদ্ধে মামলা

রাজবাড়ীতে ভুল চিকিৎসায় মীরা (২৩) নামে সিজারিয়ান রোগীর মৃত্যু ঘটনায় ডা. শারমিন আক্তার সুমি ও ডা. সিরাজুম মনির প্রত্যাশা নামে ২ চিকিৎসকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। দুজনই রাজবাড়ী আদর্শ ক্লিনিকের চিকিৎসা সেবা প্রদান করেন।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলাটি দায়ের করেন রাজবাড়ী সদর উপজেলার ভগিরথপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে ও নিহত মীরার পিতা মো. জলিল মোল্যা।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বাচ্চু ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, মামলাটি বিচারক তদন্তপূর্বক আগামী ২০ মের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

ইএইচ

Link copied!