Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

হাতিয়ায় সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৪:৪৫ পিএম


হাতিয়ায় সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণে চলছে ব্যাপক প্রস্তুতি

সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়াকে বরণ করতে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় চলছে নানা আয়োজনসহ ব্যাপক প্রস্তুতি।

মঙ্গলবার এ বিষয়ে বুড়িরচর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সহকারী পুলিশ সুপার হাতিয়া থানা সার্কেল মো. আমানুল্লাহ, হাতিয়া থানার ওসি মো. জিসান আহমেদ, বুড়িরচর ইউনিয়ন চেয়ারম্যান মো. ফখরুল ইসলামসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আগামীকাল বুধবার নোয়াখালীর হাতিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূত হিসেবে বাংলাদেশ সফর করবেন সুইডিশ রাজকন্যা ভিক্টোরিয়া। এ আগমনকে ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

এছাড়াও বুড়িচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালিরচর হেলিকপ্টার মাঠ তৈরি করা হয়েছে ওই মাঠে সুইডেনের রাজকন্যা হেলিকাপ্টারযোগে অবতরণ করার কথা রয়েছে ।

হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাতিয়া ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ আলী বলেন, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া আমাদের হাতিয়া আসবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের। নানা আয়োজনের মধ্যদিয়ে রানীকে বরণ করার প্রস্তুতি চলছে।

ইএইচ

Link copied!