Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন, থানায় অভিযোগ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৫:২৫ পিএম


নীলফামারীতে পূর্ব শত্রুতার জেরে বাড়িতে আগুন, থানায় অভিযোগ

নীলফামারী সদর উপজেলা চড়াইখোলা ইউনিয়ন পশ্চিম কুচিয়া মোড় সিপাই পাড়া এলাকার মো. রুবেল হোসেন প্রামাণিকের বাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে নীলফামারী সদর থানায় লিখিত এজাহার দায়ের করেন ভুক্তভোগী মো. রুবেল হোসেন প্রামাণিক।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন- একই এলাকার মো. জাহাঙ্গীর (৪০), ছাদেকুল (৩৮), শরিফুল (৩২), মো. হামিদুল (৫০), মমিনুর (৩৮), মতিয়ার (বাবু) (৪০), সাজু (৩৭), বুলবুল (৩৬), মজিবর রহমান (৬২)।

ভুক্তভোগী মো. রুবেল হোসেন প্রামাণিক জানান, অভিযুক্তদের সাথে আমাদের আদালতে মামলা চলমান রয়েছে। গত ১৪ মার্চ ওই মামলায় আসামিদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য প্রদান করি। ফলে তারা আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং হত্যার পরিকল্পনা করে। ওই শত্রুতার জের ধরে গত ১৫ মার্চ রাতে অভিযুক্তরা পূর্ব পরিকিল্পিত ভাবে দেশী অস্ত্র, পেট্রোল ও পাউডার জাতীয় পদার্থ দিয়ে আমার পোয়াল পুঞ্জে এবং টিনসেড পাকা শয়ন ঘরের দেয়ালে আগুন লাগে দেয় মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং বাড়ি ঘর সব কিছু পুড়ে শেষ হয়ে যায়।

জানতে চাইলে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন, বাড়ি আগুনে পুড়ে যাওয়ার বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!