Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

নিখোঁজের একসপ্তাহ পর ডোবায় মিললো যুবকের মরদেহ

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৫:৪৪ পিএম


নিখোঁজের একসপ্তাহ পর ডোবায় মিললো যুবকের মরদেহ

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের একসপ্তাহ পর ডোবা থেকে আলামিন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে পৌর শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে ভৈরব থানা পুলিশ।

নিহত আল আমিন পৌর শহরের কমলপুর গাছতলাঘাট এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম।

স্থানীয় ও স্বজনরা জানান, নিহত যুবক আল-আমিন একজন পাদুকা শ্রমিক ছিলেন। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করতেন। গত ১২ মার্চ সকালের পর থেকে আল আমিন নিখোঁজ হয়। পরবর্তী বিভিন্ন জায়গা খোঁজাখুজিতে তার সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ডোবায় কচুরিপানার ভেতরে একজনের মরদেহ দেখতে পেয়ে ভৈরব থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই রাকিব জানান, স্থানীয় রনি নামের এক যুবকের সাথে দীর্ঘদিন যাবত আল আমিনের দ্বন্দ্ব চলছিল। রনি কিছু দিন পূর্বে তাদের ভাইকে জেলও খাটিয়েছে। তাই রনি এই হত্যার ঘটনার সাথে জড়িত বলে তার দাবি।  

এ বিষয়ে ভৈরব থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো বলে তিনি জানান।

ইএইচ

Link copied!