Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চৌগাছায় একই দিনে দুই নারীর আত্মহত্যা

চৌগাছা (যশোর) প্রতিনিধি

চৌগাছা (যশোর) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৬:৪২ পিএম


চৌগাছায় একই দিনে দুই নারীর আত্মহত্যা

যশোরের চৌগাছায় একই দিনে দুই নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার দেবীপুর গ্রামের রতনপুর পাড়ার সাজেদা বেগম (৬১) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি দেবীপুর গ্রামের মৃত হোসেন আলীর স্ত্রী।

মৃতের ছেলে তুহিন হোসেন বলেন, সম্প্রতি আমার মায়ের পায়ে বড় ধরনের অপারেশন করা হয়েছে। এর পরে থেকে তীব্র যন্ত্রণা শুরু হয়। মঙ্গলবার দুপুরে যন্ত্রণা সহ্য করতে না পারায় মা নিজের ঘরের আড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার সময় বাড়িতে আমরা কেউ ছিলাম না।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান।

এদিকে এদিন ভোরে সেহরির পর মেয়ের উপর অভিমান করে নুরজাহান (৫৮) নামে এক নারী আত্মত্যা করেছেন। তিনি উপজেলার নারায়নপুর গ্রামের দর্গাপাড়ার মৃত আব্দুল জলিলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, মা-মেয়ের ঝগড়ার জের ধরে মা মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য ওহিদুল ইসলাম ভোদড় বলেন, মা-মেয়ের ঝগড়ার জের ধরে মেয়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মা আত্মহত্যা করেন। তিনি ভোরে সেহরির পর মেয়ের উপর অভিমান করে বাড়ির পাশে একটি আতা গাছে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরে সকালে পরিবারের লোকজন তাকে আতা গাছে ঝুলে থাকতে দেখে। তাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে নিচে নামায়। নামানোর অনেক আগেই তিনি মারা যান।

চৌগাছা সরকারি মডেল হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন উপজেলার বিভিন্ন গ্রামে আত্মহত্যা চেষ্টা করে ব্যর্থ হয়েছে ৪ জন। 
তারা হলেন- উপজেলার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে আরাফাত হোসেন (১৭) সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। সুখপুকুরিয়া ইউনিয়নের মাকাপুর গ্রামের মসলেম হোসেনের মেয়ে তাহেরা খাতুন (১৮) সে হারপিক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির ছাদ থেকে লাফদিয়ে আত্মহত্যার চেষ্টা করে পৌর শহরের কুঠিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে নাহীদ হোসেন (২০) ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে গুলবাকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মুন্না হোসেন (২৩)। এদের মধ্যে তাহেরা খাতুনকে যশোর রেফার করা হয়েছে। বাকিরা চৌগাছা সরকারি মডেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইএইচ

Link copied!