Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজবাড়ীতে মাদক মামলায় ৩জনের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৯, ২০২৪, ০৬:৫৬ পিএম


রাজবাড়ীতে মাদক মামলায় ৩জনের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

রাজবাড়ীতে মাদকের মামলায় ৩জনের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছে। মঙ্গলবার বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ জান্নাতুন লিলিফা আকতার জাহান এ রায় প্রদান করেন। 

রায়ে চুয়াডাঙ্গা জেলা সদরের চুয়াডাঙ্গা হকপাড়ার মনসুরের ছেলে নয়নকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, চুয়াডাঙ্গা হকপাড়ার মৃত সামসুল আলমের মেয়ে সেলিনা ওরফে সেলিনকে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বুরুলিয়া চর গ্রামের মজিবর রহমানের ছেলে জিয়াকে ৬ মাসের  সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মামলা সূত্রে প্রকাশ, ২০১০ সালের ১৮ ফেব্রুয়ারি পাংশা থানার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে গোপালপুর কবরস্থানের সামনে রাস্তার উপর কুষ্টিয়া হতে দৌলতদিয়াগামী পদ্মা গড়াই পরিবহণ যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো চ-৮০৪৫) থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রীবেশী নয়নের ৩৬ বোতল ফেন্সিডিল, শিপনের ট্রাভেল ব্যাগে ২২ বোতল ভারতীয় ফেন্সিডিল, সেলিনা ওরফে সেলিনের কাঁধে ঝুলানো ভ্যানিটি ব্যাগে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং আসামি জিয়ার স্কুল ব্যাগের মধ্যে ১ কেজি গাঁজা পান। এ ব্যাপারে পাংশা থানায় মামলা দায়ের করেন। 

রাজবাড়ীর অতিরিক্ত পিপি মো. আবু বকর মিয়া বলেন, মাদকের মামলায় ৩জনের যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছে।  

আরএস

Link copied!