Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজস্থলীতে ২৯ বস্তা চিনিসহ আটক ৩

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৪, ০৭:৩৩ পিএম


রাজস্থলীতে ২৯ বস্তা চিনিসহ আটক ৩

রাঙামাটির রাজস্থলী বাজারে ২৯ বস্তা চিনিবোঝাই একটি পিকআপসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রাজস্থলী বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জয়ন্ত তনচংগ্যা (২৬), একই এলাকার অমরবাবু চাকমা ও বিলাইছড়ি উপজেলার লক্ষ্মীজয় তনচংগ্যা (১৬)।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সোমবার রাত ৯টায় রাজস্থলী বাজারে চোরাইপথে আনা ২৯ বস্তা (১ হাজার ৪৫০ কেজি) ভারতীয় চিনিবোঝাই পিকআপসহ ৩ চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত চিনির বাজার মূল্য দুই লাখ ৩ হাজার টাকা। মামলা দায়েরের পর গ্রেপ্তারদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!