Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কলাপাড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে শ্রমিকের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ১২:৩৩ পিএম


কলাপাড়ায় বিদ্যুৎস্পর্শ হয়ে শ্রমিকের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মাঈনুদ্দিন বয়াতি (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুতলীতে টিউবয়েল বসানোর সময় এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত মাঈনুদ্দিন ওই ইউনিয়নের উত্তর টিয়াখালী গ্রামের হাবিব বয়াতির ছেলে।

মৃতের স্বজন ও স্থানীয়দের নিকট থেকে জানা যায়, মৃত মাঈনুদ্দিন টিউবয়েল বসানোর কাজ করতো। ঘটনার সময় একটি টিউবয়েল বসানো কাজ শেষ করে মালামাল ভ্যান গাড়িতে উঠাতে ব্যস্ত ছিল। একটি লোহার পাইপ উঠাতে গেলে উপরে থাকা বিদ্যুৎ লাইনের সাথে স্পর্শ হয়ে মৃত্যুবরণ করেন।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ বলেন, লাশ থানা আনা হয়েছে। ঘটনার সঠিক তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এইচআর

Link copied!