Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

হামলার অভিযোগে ৫৮ জনের নামে মামলা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৩:৪১ পিএম


হামলার অভিযোগে ৫৮ জনের নামে মামলা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা বাজারে দোকান ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুপক্ষের মামলা হয়েছে।

মঙ্গলবার সৈয়দ আব্দুর রহমান বাশারের গ্রুপের সৈয়দ এনায়েত হোসেন বাদী হয়ে হবি ফকিরকে (৬২) প্রধান আসামি করে ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের নামে থানায় মামলা করেন। মামলা নম্বর ২৯।

হবি ফকির গ্রুপের জুয়েল কাজী বাদী হয়ে সৈয়দ মোহাম্মদ আলীকে (৫৫) প্রধান আসামি করে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫-২০ জনের নামে স্থানীয় থানায় মামলা করেন। মামলা নম্বর ৩০।

পুলিশ দুটি মামলার ৬ আসামিকে গ্রেপ্তার করে গত মঙ্গলবার ফরিদপুর আদালতে প্রেরণ করেন।

থানা অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, জয়পাশায় দোকান ঘরে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দুই পক্ষেরই মামলা হয়েছে। দুটি মামলার ৬ জন আসামিকে গ্রেপ্তার করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!