Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

খাগড়াছড়িতে মাটিরাঙ্গা জোনের মতবিনিময়

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৪:২২ পিএম


খাগড়াছড়িতে মাটিরাঙ্গা জোনের মতবিনিময়

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৫ ফিল্ড আর্টিলারি সেনা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে জোনের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি।

এ সময় মাটিরাঙ্গা জোনের উপ অধিনায়ক মেজর মুরাদ হোসেন পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত শরীফুল ইসলাম, গুইমারা ৩৪ আনসার ব্যাটালিয়ন সাবিবর হোসেন, গুইমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, মাটিরাঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আতাউর রহমান, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের অর্থ সম্পাদক অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. হারুন, মাটিরাঙ্গা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মো. সোহাগ মজুমদার প্রমুখ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলের মাটিরাঙ্গা জোনের আওতায় অসহায়-হতদরিদ্র নানা জাতিগোষ্ঠীর বিভিন্ন সমস্যার সমাধান এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ ছাড়াও পাহাড়ে ক্ষুদ্র-নৃগোষ্টিদের প্রাণের উৎসব বৈসাবী ও পবিত্র ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে যে কোন চাঁদাবাজি ও নকল টাকার কারবার বন্ধে তথ্য প্রদানসহ পাহাড়ি-বাঙালীদের মধ্যে শান্তি-সম্প্রীতি বজায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

ইএইচ

Link copied!