Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৫:০৯ পিএম


নীলফামারীতে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম

নীলফামারী সদর উপজেলা রামনগর মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামের বিরুদ্ধে।

এ অনিয়ম কারণে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছে ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

অভিযোগ থেকে জানা যায়, আগামী ৩ এপ্রিল ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিটি গঠনে কোন আইনগত নিয়মকানুন অনুসরণ ও অভিভাবকদের অবগত করা হয় নাই। শ্রেণিকক্ষে কোন তফসিল পাঠ করে ছাত্র-ছাত্রীদের শুনানো হয়নি এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয় নাই। এমতাবস্থায় পরিকল্পিতভাবে নিজস্ব লোক নিয়ে কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে প্রধান শিক্ষকের। অতীতেও এভাবে মনগড়া কমিটি গঠন করা হয়েছিল। এবার যেন সার্বিকভাবে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন হয়।

ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম অভিযোগের বিষয় রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অভিযোগের বিষয়ে কিছু জানি না বলে কৌশলে এড়িয়ে যান।

ইএইচ

Link copied!