Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

চেকাডারা নদী পুনঃখনন কাজের উদ্বোধন

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৫:১৬ পিএম


চেকাডারা নদী পুনঃখনন কাজের উদ্বোধন
ছবি: আমার সংবাদ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ‘ইআইআর’ প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলার চেকাডারা নদীর পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নে নদীটির পুনঃখনন কাজের উদ্বোধন করেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকার।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম রিমুন প্রমুখ।

এআরএস

 

Link copied!