Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৫:২৬ পিএম


সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

ভোলার লালমোহন উপজেলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি এমএ হান্নানকে হামলা ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বদরপুর ইউপি সচিব মো. ছিদ্দিকুর রহমান (৫৫), মো. শরিফের (২৪) বিরুদ্ধে ।

তারা উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের, ১নং ওয়ার্ড, কর্তারহাট বাজার এলাকার বাসিন্দা, সম্পর্কে তারা বাবা ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী সাংবাদিক হান্নান লালমোহনে থানায় একটি সাধারণ সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় অভিযুক্ত সিদ্দিকুর রহমানের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিককে হত্যার বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে বলেন, এ বিষয়ে আমি আপনার সাথে ফোনে কোন কথা বলতে পারবো না, আপনার কিছু জানার থাকলে আপনি এসে আমার সাথে সাক্ষাৎ করে জানেন।

এ বিষয় লালমোহন থানার ওসি এস এম মাহাবুবুর রহমান আমার সংবাদকে জানান, সাংবাদিক হান্নানকে হত্যার বিষয় আজ সকালে একটি জিডি পেয়েছি। পরবর্তীতে জিডিটি আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলে আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বিষয়টিকে কেন্দ্র করে বিবৃতি দিয়েছেন ভোলা সাংবাদিক নেতৃবৃন্দ, ভোলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!