Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সিঙ্গাইরে ট্রাকচাপায় চালক নিহত

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৫:৩৩ পিএম


সিঙ্গাইরে ট্রাকচাপায় চালক নিহত

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের নতুন ইরতা গ্রামের কদ্দুস মিয়ার বাড়ির সামনে বালি বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ট্রাক ড্রাইভার মোসাদ্দেক (২৩) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ড্রাইভার পীরগঞ্জের ওবাইদুরর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, বালু বোঝাই ট্রাকটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারালে ড্রাইভার জীবন বাঁচাতে গাড়ি থেকে লাফ দিয়ে নামতে গেলে গাড়ির নিচে চাপা পড়ে যায়। পরে আশেপাশের সবাই মিলে গাড়িটি সরানোর অনেক চেষ্টা করেন। কিন্তু গাড়ির নিচে চাপা পড়া ড্রাইভারকে উদ্ধার করতে পারেনি। ড্রাইভার গাড়ির নিচে চাপা পড়ে প্রায় ৩০ মিনিট কাঁপতে কাঁপতে ঘটনাস্থলে মারা যান। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাড়িটি সরিয়ে ড্রাইভারের লাশ উদ্ধার করা হয়।

সিঙ্গাইর থানার ওসি জিয়ারুল ইসলাম দুর্ঘটনা ও ড্রাইভার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ইএইচ

Link copied!