Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

রাউজানে রমজান উপলক্ষে মাংস-দুধ-ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

মার্চ ২০, ২০২৪, ০৮:০৫ পিএম


রাউজানে রমজান উপলক্ষে মাংস-দুধ-ডিম বিক্রি কার্যক্রম উদ্বোধন

পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় সুলভ মূল্যে গরুর মাংস, ডিম ও দুধ বিক্রির কার্যক্রম কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার রাউজান উপজেলা পরিষদ চত্বরে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপির পৃষ্ঠপোষকতায় প্রধানমন্ত্রীর উপহার সুলভ মানবিক এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. জয়িতা বসু।

রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায়, উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের সহযোগিতার এবং বৃহত্তর চট্টগ্রাম ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশন, বৃহত্তর চট্টগ্রাম পোল্ট্রি ফার্ম অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি ধারাবাহিকভাবে চলবে।

পৌর মেয়র জমির উদ্দীন পারভেজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, পবিত্র মাহে রমজানে সাধারণ মানুষ যাতে সুলভ মূল্যে মাংস ডিম ও দুধ ক্রয় করতে পারেন সেই লক্ষে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় এবং পৃষ্ঠপোষকতায় মানবিক কর্মসূচির আলোকে এই কার্যক্রম চালু থাকবে।ধারাবাহিকভাবে পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মানুষ নিজ নিজ এলাকায় এই কার্যক্রমের সুফল ভোগ করতে পারবে।

ইএইচ

Link copied!