চাঁদপুর প্রতিনিধি
মার্চ ২০, ২০২৪, ০৯:৪২ পিএম
চাঁদপুর প্রতিনিধি
মার্চ ২০, ২০২৪, ০৯:৪২ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় অবৈধ পন্থায় জাটকা নিধন কালে ৮ জেলেকে যৌথ অভিযানে আটক করেছে মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। আটকদের মধ্যে ৬ জনকে ১০ দিন করে কারাদণ্ড, একজনকে তিন হাজার টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সদরের মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরায় ৮ জেলকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা।
জব্দ নৌকা দুটি কোস্টগার্ড হেফজাতে এবং জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এআরএস