Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গণমাধ্যমের সাথে কুষ্ঠ বিষয়ক সচেতনতা মূলক সভা

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মার্চ ২১, ২০২৪, ০২:০৮ পিএম


গণমাধ্যমের সাথে কুষ্ঠ বিষয়ক সচেতনতা মূলক সভা

লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে লেপরা বাংলাদেশের সহযোগিতায় (২১ মার্চ) বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমের সাথে কুষ্ঠ বিষয়ক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায়। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( কার্ডিওলজি) জয়নাল আবেদিন, মেডিকেল অফিসার দেলোয়ার হোসেন ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ইফতেখার হোসাইন। 

লালমনিরহাট জেলার সার্বিক কুষ্ঠ রোগ বিষয়ক তথ্য সমৃদ্ধ বক্তব্য রাখেন লেপরা বাংলাদেশ এর লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার ১৪ টি উপজেলার মনিটরিং অফিসার মো. বদরুল আলম।

লালমনিরহাট জেলায় ২৮ জন এবং কুড়িগ্রাম জেলায় ২৪ জন কুষ্ঠ রোগী বিনামূল্যে চিকিৎসাধীন রয়েছে। 

সভায় উল্লেখ করা হয়, কুষ্ঠ রোগ কোনো অভিশাপ নয়, চিকিৎসা করলে ভালো হয়। এই বার্তা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে আলোচনা সভায় অংশ গ্রহণকারী সাংবাদিকদের অনুষ্ঠানের প্রধান অতিথি লালমনিরহাট সিভিল সার্জন নির্মলেন্দু রায় তার বক্তব্যে উল্লেখ করেন।

এইচআর

Link copied!