শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৪, ০৩:০৮ পিএম
শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৪, ০৩:০৮ পিএম
মাগুরায় জেলার শ্রীপুর উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক দিনব্যাপী সেমিনার বৃহস্পতিবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, মাগুরার শ্রীপুর উপজেলা কর্তৃক আয়োজিত এই দিনব্যাপী সেমিনারে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. মমতাজ মহল । শ্রীপুর উপজেলার বিভিন্ন মসজিদের ৫০ জন ইমাম এই দিনব্যাপী সেমিনারে অংশ গ্রহণ করে।
সেমিনারে বক্তৃতা করেন, ইসলামিক ফাউন্ডেশনের মাগুরা জেলার মাস্টার ট্রেনার মো. শিহাব উদ্দিন, শ্রীপুর উপজেলা ফিল্ড অফিসার তাসনিম ফেরদৌস মিম, ও স্থানীয় মসজিদের ইমামগণ। বক্তাগণ উপজেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।
এইচআর