Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

কালিহাতীতে বিনামূল্যে পাট বীজ-সার বিতরণ

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ২১, ২০২৪, ০৩:৪৫ পিএম


কালিহাতীতে বিনামূল্যে পাট বীজ-সার বিতরণ
ছবি: আমার সংবাদ

টাঙ্গাইলের কালিহাতীতে চাষীদের মাঝে বিনামূল্যে তোষা পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কালিহাতী পাট অধিদপ্তরের আয়োজনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত একশ জন চাষির মাঝে বিনামূল্যে ওই পাট বীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী, কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক ও উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা ফারুক হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি. এ. আবুল কালাম আজাদ।

এআরএস

Link copied!