Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ফেনীতে চোরাই গরুসহ দুই যুবক আটক

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

মার্চ ২১, ২০২৪, ০৫:২৪ পিএম


ফেনীতে চোরাই গরুসহ দুই যুবক আটক
ছবি: আমার সংবাদ

ফেনীতে ৪টি গরুসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মার্চ) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (২০ মার্চ) দিবাগত রাতে জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন, একই গ্রামের মৃত. মকবুল আহম্মদের ছেলে সাদেকুর রহমান প্রকাশ মিন্টু (৩৫) ও ছনু মিয়ার ছেলে মো. রিয়াদ (২১)।

সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, এঘটনায় মামলা দায়ের করে  আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এআরএস

Link copied!