Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি প্রতিনিধি

মার্চ ২১, ২০২৪, ০৫:২৭ পিএম


খাগড়াছড়িতে মাদক কারবারি গ্রেফতার

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় তৈরি বিদেশি হুইসকিসহ মো. আমির হোসেন (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি এবং মাদক উদ্ধার ডিউটি করাকালীন মাটিরাঙ্গা থানাধীন তাইন্দং ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মতিন সওদাগরের সেগুন বাগান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে  ১৫  বোতল ভারতীয় তৈরি বিদেশি হুইসকিসহ মাদক কারবারি মো.আমির হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি মো.আমির হোসেন মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানৈক্কাপাড়া, (চন্দ্রমনি  পাড়া), ৪নং ওয়ার্ডের সুলতান মিয়ার ছেলে।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এআরএস

Link copied!