মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৪, ০৫:৩২ পিএম
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মার্চ ২১, ২০২৪, ০৫:৩২ পিএম
জামালপুরের মেলান্দহে গরম পানির পাতিলে পড়ে মো. আদনান হাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আদনানের মৃত্যু হয়। এর আগে গত শুক্রবার (১৫ মার্চ) বিকালে মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পশ্চিম ঘোষেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আদনান হাবিব ওই এলাকার মো.লেমন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রমজানের চতুর্থ রোজায় মসজিদে ইফতার দেওয়ার জন্য খিচুড়ি রান্না করছিল পরিবারের সদস্যরা। খিচুড়ি রান্নার জন্য গরম পানি করে রেখেছিল পাতিলে। আদনান হাবিব সহ কয়েকজন শিশু খেলছিল। খেলার একপর্যায়ে আদনান হাবিব পাতিলের পড়ে যা। এতে শরীরের বেশি ভাগ অংশ পুড়ে যায়। পরে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (রাজু) আহমেদ বলেন, ‘খেলতে গিয়ে গরম পানিতে পড়ে আহত হয়েছিল। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়। ঢাকায় বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করেছিল। তাঁর একটি বেতার বার্তা আমাদের কাছে এসেছে।’
এআরএস