Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রংপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রংপুর ব্যুরো

রংপুর ব্যুরো

মার্চ ২১, ২০২৪, ০৭:৪০ পিএম


রংপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: আমার সংবাদ

প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত আসামি সৈয়দ আনোয়ারুল নাফিসকে গ্রেফতার করেছে রংপুর এন্টি টেরোরিজম ইউনিট সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রংপুর নগরীর ধাপ লালকুটি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাফিসের নামে ঢাকার বিভিন্ন থানায় ৭টি মামলা রয়েছে। এসব মামলায় তার তিন মাস থেকে পাঁচ বছর সাজা হয়েছে।

এন্টি টেরোরিজম ইউনিট রংপুরের ওসি হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত হুমায়ন কবীর ৭টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ঢাকার বিভিন্ন থানায় তার নামে ২০টির অধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১৩টি মামলা আপোস করেছে। বাকি ৭টি মামলায় তার সাজা হয়েছে। গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন সৈয়দ আনোয়ারুল নাফিস। ব্যবসায়ী পরিচয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাজ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।

এআরএস

Link copied!