Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

চট্টগ্রামে ভাসমান মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

মার্চ ২১, ২০২৪, ০৮:২৫ পিএম


চট্টগ্রামে ভাসমান মানুষের মাঝে ছাত্রলীগের ইফতার বিতরণ
ছবি: আমার সংবাদ

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরীর উদ্যোগে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সিনেমা প্লেস অন্তগর্ত ক্যাম্পাসে গরীব-দুস্থ ও ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) ইফতার বিতরণ করা হয়।

ছাত্রলীগ নেতা সম্রাট চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় আমরা সাধারণ মানুষের জন্য ও সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছি। যেকোনো সংকটে, দুর্দিনে সাধারণ মানুষের পাশে থাকে ছাত্রলীগ। আমরা ছাত্রলীগে যেকোনো মানবিক কাজে সাধারণ মানুষের কাছে থাকি, তারই ধারাবাহিকতায় আমরা গরীব দুস্থ ভাসমান মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে আমরা বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে সজাগ রয়েছি।’

এতে উপস্থিত ছিলেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা, ফাহাদ, ইমতিয়াজ সাকিব, ওমর, নেজাম, নাহিদ, রায়হান, অনিক, মিনহাজ, আরফাত, শুভ, সৌরভ, সয়ন, সানি, জিৎ, অভি, কাইয়ুম, রাফি, আকিব, বায়াতউল্লাহ, শাহরিয়ার নাফিজ, সীমান্ত, পারভেজ মোশারফ ও আফরান।

এআরএস

Link copied!